ন্যাভিগেশন মেনু

রাশিয়ার আন্তর্জাতিক ক্রীড়ায় নিষেধাজ্ঞা কমেছে


যে কোনো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণে চার বছরের যে নিষেধাজ্ঞা পেয়েছিলো রাশিয়া, তা দুই বছর কমানো হয়েছে।

তবে আগামী বছরের টোকিও অলিম্পিক ও ২০২২ সালে কাতার ফুটবল বিশ্বকাপে খেলতে পারবে না দেশটি।

ডোপিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত বছরের ডিসেম্বরে রাশিয়াকে চার বছরের জন্য নিষিদ্ধ করেছিল ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং অ্যাজেন্সি। 

পরে সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্রীড়ার সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস-এ আপিল করে রাশিয়া। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) তা দুই বছর কমানোর কথা জানায় সিএএস। যা শেষ হবে ২০২২ সালের ১৬ ডিসেম্বর।

এই সময়ের মধ্যে কোনো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনও করতে পারবে না রাশিয়া।

২০১৬ সালে রিও অলিম্পিকের আগে মস্কোর পরীক্ষাগারেই রাশিয়ার অ্যাথলেটদের ডোপিংয়ের প্রমাণ মেলে। এরপর তাদেরকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অযোগ্য ঘোষণা করা হয়।

এডিবি/