ন্যাভিগেশন মেনু

মগবাজারে বিস্ফোরণ: আরও একজনের মরদেহ উদ্ধার


রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনার ৪৪ ঘণ্টা পর আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে বিস্ফোরণে মোট আট জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (২৯ জুন) বিকেলে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার। প্রাথমিকভাবে জানা গেছে, মরদেহটি ভবনের কেয়ারটেকার নিখোঁজ হারুন অর রশিদের (৭০)।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, 'বিস্ফোরণের ঘটনাস্থল থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি ওই ভবনে দায়িত্বে থাকা কেয়ারটেকারের। বিস্ফোরণের সময় থেকেই তিনি নিখোঁজ ছিলেন।'

রবিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মগবাজারে তিনতলা একটি ভবনে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনার দিনই সাত জনের মৃত হয়।

এডিবি/