ন্যাভিগেশন মেনু

মগবাজারে বিস্ফোরণ: দগ্ধ ভ্যানচালকের মৃত্যু


রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ভ্যানচালক নুরুন্নবীর (৩০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ১০ জন।

বৃহস্পতিবার (১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন দায়িত্বরত চিকিৎসক। 

ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, নুরুন্নবীর শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল।

জানা গেছে, নুরুন্নবী পেশায় একজন ভ্যানচালক। তার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। তার স্ত্রী ও ছয় বছরের এক ছেলে রয়েছে।

গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজারে তিনতলা একটি ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের দিন ঘটনাস্থলেই সাতজনের মৃত্য হয়। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ।

ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর, বিস্ফোরক পরিদপ্তর, পুলিশ সদর দপ্তর এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ আলাদা কমিটি করেছে।

এস এ/ওআ