ন্যাভিগেশন মেনু

মগবাজারে বিস্ফোরণ: বেঙ্গল মিটের আরও এক কর্মীর মৃত্যু


রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বেঙ্গল মিটের আরও এক কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম মো. রাসেল (২১)। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

এ নিয়ে এই বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১ জুলাই) বেলা সোয়া দুইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল।

এর আগে গতকাল বুধবার বেঙ্গল মিটের আরেক কর্মী মো. ইমরান (২৫) মারা যায়।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রাসেলের বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।

রবিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মগবাজারে একটি তিনতলা ভবনে বিস্ফোরণ হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই ৭ জন নিহত ও আহত ও দগ্ধ হয়েছেন ৬০ জনের বেশি মানুষ।

এডিবি/