ন্যাভিগেশন মেনু

গ্রামীণফোন বিটিআরসিকে দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করবে মঙ্গলবার


সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ি দ্বিতীয় কিস্তির এক হাজার কোটি টাকা আগামীকাল মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) পরিশোধ করতে যাচ্ছে গ্রামীণফোন।

সোমবার (১৮ মে) বিটিআরসির মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান এ তথ্য জানান।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি আদালতের দেয়া নির্দেশ অনুযায়ি ২৩ ফেব্রুয়ারি প্রথম কিস্তির এক হাজার কোটি টাকা পরিশোধ করেন গ্রামীণফোন।

তবে দ্বিতীয় কিস্তির এক হাজার কোটি টাকা জমা দেওয়ার জন্য তাদের হাতে ৩০ মে পর্যন্ত সময় রয়েছে।

তবে এই বিষয়ে জাকির হোসেন খান বলেন, দেশের মোট মোবাইল সংযোগের ৪৫ শতাংশেরও বেশি শেয়ারধারী শীর্ষ অপারেটর গ্রামীণফোন বিটিআরসির সঙ্গে যোগাযোগ করে আগামীকাল এ অর্থ পরিশোধ করার কথা জানিয়েছেন।

ওয়াই এ/ এডিবি