ন্যাভিগেশন মেনু

মঙ্গল গ্রহে মানবহীন মহাকাশযান পাঠাচ্ছে আরব আমিরাত


প্রথম আরব দেশ হিসেবে মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠিয়ে আরব বিশ্বের মধ্যে প্রথম কাতারে আসতে যাচ্ছে তেল সমৃদ্ধ এই দেশটি। মানবহীন এই মহাকাশযানটির নাম দেওয়া হয়েছে ‘আমাল’।

শুক্রবার (১০ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরব আমিরাত ‘হোপ’ নামের বিশেষ মানববিহীন মহাকাশযানটি ১৫ জুলাই জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করবে। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে ৪৯৩ মিলিয়ন কিলোমিটার দূরত্বে অবস্থিত মঙ্গল গ্রহে পৌঁছাতে মহাকাশযানটির সময় লাগবে আনুমানিক সাত মাস। এর মানে আগামী বছরের ফেব্রুয়ারিতে এটি মঙ্গলের কক্ষপথে পৌঁছাবে। 

আগামী সপ্তাহে এতে জ্বালানি তেল ভর্তি করা শুরু হবে।

মঙ্গলের শহর কেমন হতে পারে, তা নিয়ে কাল্পনিক কাঠামো তৈরি করতে স্থপতিদের ভাড়া করেছে আমিরাত। স্থপতিরা এর মরুভূমিতে নির্মিতব্য ‘সায়েন্স সিটির’ নকশাও তৈরি করবেন। এজন্য প্রায় ৫০ কোটি দিরহাম ব্যয় করেছে দেশটি।

এই মহাকাশযানটির লক্ষ্য হচ্ছে- মঙ্গল গ্রহের আবহাওয়ামণ্ডলের গতিপ্রকৃতির বিস্তারিত ছবি পাঠানো এবং বৈজ্ঞানিক উদ্ভাবনের পথ বের করা।

আগামী ১০০ বছরের মধ্যে মঙ্গল গ্রহে মানববসতি স্থাপনে যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেই বিশাল লক্ষ্যের সূচনা এটি বলে মনে করেন দেশটির কর্তৃপক্ষ।

এ নিয়ে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাখতুম মঙ্গলবার ট্যুুইট করেছেন, ‘আমাদের দাদা-পরদাদারা তাদের যাত্রার আগে গ্রহ-নক্ষত্র অনুসরণ করতেন। এখন আমাদের শিশুরা সেখানে ভবিষ্যত গড়ার স্বপ্ন দেখে।’

ওয়াই এ/ এডিবি