ন্যাভিগেশন মেনু

মঙ্গল থেকে পারসিভেয়ারেন্সের পাঠানো বিভিন্ন চিত্র প্রকাশ


যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার রোভার ‘পারসিভেয়ারেন্স’ মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে ধারণ করা বিভিন্ন চিত্র প্রকাশ করেছে। গত সপ্তাহে মঙ্গলে সাফল্যের সাথে অবতরণ করার পর থেকে উচ্চমানের চিত্রসহ প্রথমবার ভিডিও প্রকাশ করে সারা পৃথিবীর মানুষকে রোমাঞ্চকর এক অনুভূতি দিচ্ছে পারসিভেয়ারেন্স।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কানাভেরাল থেকে যাত্রা শুরু করার সাত মাস পর গত সপ্তাহে নাসার ছয় চাকাযুক্ত ‘পারসিভেয়ারেন্স’ রোভারটি মঙ্গল গ্রহে অবতরণ করেছে।

এর নেভিগেশন ক্যামেরাগুলি অবতরণ করার সময় মঙ্গল গ্রহের ৩৬০ ডিগ্রি চিত্র তুলে ধরেছে। নাসা কর্তৃপক্ষ রোভারটি মঙ্গলের মাটি ছোয়ার সঙ্গে সঙ্গে মঙ্গলের বায়ুমণ্ডলের আওয়াজ রেকর্ড করতে সক্ষম হয়েছিলো।

জেট প্রোপালশন ল্যাবরেটরির রোভার অবতরণ গ্রুপের দলনেতা ডেভ গ্রুয়েল বলেন, সর্বশেষতম এই অনুসন্ধানটি পারসিভেয়ারেন্স রোভার এবং মঙ্গলগ্রহে তার মিশন টিকিয়ে রাখতে সহায়তা করতে পারে।

জেপিএল অর্থাৎজেট প্রপালশন ল্যাবরেটরিটির অর্থায়ন করে যুক্তরাষ্ট্র সরকারের নাসা এবং পরিচালনা করে ক্যালটেক অথবা ক্যালিফোর্নিয়া প্রযুক্তি ইনস্টিটিউট।

এই ল্যাবরেটরিটি থেকে ডেভ গ্রুয়েল বলেন, এই ধরণের শব্দগুলি যেগুলি মেশিন থেকে বেরোয়, একটি অবিশ্বাস্য জিনিস যা প্রকৌশলীরা মূলত যেসব যন্ত্রপাতিগুলি চালু অবস্থায় রয়েছে, সেগুলি সঠিকভাবে কাজ করছে কি-না সেটা সনাক্ত করতে তা সাহায্য করে।

সিবি/এডিবি