ন্যাভিগেশন মেনু

মডার্নার টিকাসহ গ্রেপ্তার বিজয়কৃষ্ণ ২ দিনের রিমান্ডে


রাজধানীর দক্ষিণখান এলাকায় অবৈধ ভাবে করোনাভাইরাসের মডার্নার টিকা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া ‘দরিদ্র পরিবার সেবা’ ক্লিনিকের মালিক বিজয়কৃষ্ণ তালুকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ আগস্ট) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালত রিমান্ডের আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালতে দক্ষিণখান থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামীকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। কিন্তু এদিন আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই আব্দুল আজিজ আদালতে উপস্থিত না থাকায় আদালত রিমান্ড শুনানির জন্য আজকের দিন ২৩ আগস্ট ধার্য করেন। পরে আজ সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ও আসামীর উপস্থিতিতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

এদিকে বুধবার (১৮ আগস্ট) রাতে দক্ষিণখানের ‘দরিদ্র পরিবার সেবা সংস্থা’ নামের ক্লিনিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দক্ষিণখান থানা পুলিশ। এ সময় ক্লিনিকটি থেকে মডার্নার দুটি অ্যাম্পুল পাওয়া যায়। যার একটির মধ্যে টিকার আইসিক ছিল। এছাড়া মডার্না টিকার খালি বক্স পাওয়া যায় ২২টি। এ ঘটনায় দক্ষিণখান থানায় বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। 

এস এ/এডিবি/