ন্যাভিগেশন মেনু

মডেল নদীসহ সাতজনের ৪ দিন করে রিমান্ড


মানবপাচার আইনে করা মামলায় আন্তর্জাতিক নারী পাচারচক্রের অন্যতম হোতা নদী আক্তার ইতি ওরফে জয়া আক্তার জান্নাত ওরফে নূরজাহানের (২৮) চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

একই সাথে আরও ৬ জনকে ৪ দিন করে রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার প্রত্যেকের চা দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার সকালে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন ফারুক তাদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন।

নদী ছাড়া রিমান্ডে যাওয়া অন্যরা হলেন - মো. আল-আমিন হোসেন (২৮), মো. সাইফুল ইসলাম (২৮), আমিরুল ইসলাম (৩০), পলক মণ্ডল (২৬), মো. তরিকুল ইসলাম (২৬) ও বিনাশ শিকদার (৩৩)।

তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা পুলিশ আন্তর্জাতিক নারীপাচার চক্রের অন্যতম হোতা নদী আক্তার ইতি ওরফে জয়া আক্তার জান্নাত ওরফে নূরজাহানসহ মানবপাচার চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে।

সিবি/এডিবি/