NAVIGATION MENU

মধুচন্দ্রিমায় দুবাইয়ে নেহা-রোহান


বিয়ের ১৫ দিনের মাথায় মধুচন্দ্রিমার জন্য দুবাই উড়াল দিলেন নেহা কক্কর-রোহানপ্রীত সিং। 

রবিবার (৮ নভেম্বর) মুম্বই থেকে দুবাই গেলেন এই তারকা জুটি।

দুবাইয়ে ফাইভস্টার পালাজো ভার্সেস হোটেলে উঠেছেন নেহা-রোহানপ্রীত। সেখানে তাদের স্বাগত জানিয়ে ফুল দিয়ে হোটেলের ঘরগুলো সাজিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। আর সে দৃশ্য সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন নেহা।

এদিকে গত ২৪ অক্টোবর দিল্লিতে দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর ও পঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংয়ের।

এস এ /এডিবি