ন্যাভিগেশন মেনু

মধ্যরাত থেকে ভোর পর্যন্ত আংশিক চন্দ্রগ্রহণ


আজ মঙ্গলবার মধ্যরাতে আংশিক চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় রাত ১২টা ৪২ মিনিট ১২ সেকেন্ডে চাঁদের উপচ্ছায়ায় প্রবেশের মধ্য দিয়ে চন্দ্রগ্রহণ প্রক্রিয়া শুরু হবে। 

 রাত ৩টা ৩১ মিনিটে চন্দ্রগ্রহণের সর্বোচ্চ পর্যায় ও ভোর ৫টা ২৯ মিনিটে আংশিক গ্রহণ শেষ হবে।

সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী একই সরলরেখায় যখন চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে আর তাই হলো চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ প্রায় ঘণ্টাকাল স্থায়ী হয়। চন্দ্রগ্রহণ কালে চাঁদ ধীরে ধীরে পৃথিবীর ছায়া অতিক্রম করে।

এসময় চাঁদকে অনেকটা তামাটে বা লালচে চাকতির মতো মনে হয়। অন্যান্য রং বিচ্ছুরিত হলেও লাল রং তুলনামূলকভাবে পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে প্রতিসরিত হয়ে চাঁদের উপর পড়ে। এ কারণে গ্রহণের চাঁদকে লাল দেখায়।

ঢাকাসহ প্রায় সারা দেশ থেকে এটি দেখা যাবে। বাংলাদেশের পাশাপাশি এশিয়ার অন্যান্য দেশ, ক্যারিবিয়ান অঞ্চল, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা থেকেও এবারের চন্দ্রগ্রহণ দেখা যাবে।

মূলত: সূর্যগ্রহণ খালি চোখে দেখা ক্ষতিকর হলেও চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা ক্ষতিকর নয়। তবে পরিষ্কার তথা ভালোভাবে দেখতে বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করা যেতে পারে।


এমআইআর /এসএস