NAVIGATION MENU

মরণব্যাধি সেলফিতে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের


মোবাইল ফোনের ক্যামেরায় নিজের ছবি নিজে তোলার প্রবণতা অনেক বেড়ে গেছে, যা বিশ্বব্যাপী ‘সেলফি’ হিসেবে পরিচিত।

এ প্রবণতা বেশি দেখা যায় তরুণ প্রজন্মের মধ্যে। অনেকের এটি এখন নেশায় পরিণত হয়েছে। এ মরণ ব্যাধি সেলফি তুলতে গিয়ে বিশ্বের অনেক জায়গায় ঘটেছে নানা দুর্ঘটনা।

এবার সেলফির নেশায় প্রাণ গেল একই পরিবারের ৪ জনের! এর মধ্যে তিনজনই নারী। একজন আবার সদ্যবিবাহিত। সেলফি তোলার সময় বেখেয়ালে জলাধারে পড়ে মারা যান ওই চার জন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর পাম্বারু বাঁধে।

যিনি ছবি তুলছিলেন, সে ঝাঁপ দিয়ে, নিজের বোনকে বাঁচাতে সক্ষম হলেও, বাকি চার জনকে উদ্ধার করতে ব্যর্থ হন। মৃতদের মধ্যে তার সদ্যবিবাহিত স্ত্রীও রয়েছেন।

এ ঘটনায় পুলিশ জানিয়েছে, রবিবার তামিলনাড়ুর পাম্বারি বাঁধের কাছে কোমর পানিতে দাঁড়িয়ে ছয়জন পরস্পরের হাত ধরে সেলফি তুলছিলেন। সেসময় একজন পা পিছলে নীচে পড়ে গেলে, বাকিরাও পানিতে পড়ে যান।

বিবিসির রিপোর্ট অনুযায়ী, সেলফি তুলতে গিয়ে ভারতে সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মৃতের ঘটনা রেকর্ড করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের এক সমীক্ষায় দেখা গেছে, ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে সেলফি তুলতে গিয়ে সারা বিশ্বে প্রায় ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অর্ধেকই ভারতে।

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ  https://www.ajkerbangladeshpost.com

এমআইআর / এস এস