ন্যাভিগেশন মেনু

মলদোভার প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মায়া সান্দু


পূর্ব ইউরোপীয় দেশ এবং প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্র মলদোভার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশ্ব ব্যাংকের প্রাক্তন অর্থনীতিবিদ ও প্রাক্তন প্রধানমন্ত্রী মায়া সান্দু।

গত ১৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে দেখা গেছে, তার প্রতিদ্বন্দ্বী ইগর ডডনের বিপক্ষে বিরোধী প্রার্থী মিয়া সান্দু প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে মায়া সান্দু ভোট পেয়েছেন ৫৭.৭ শতাংশ এবং ইগর ডডন পেয়েছে ৪২.২ শতাংশ।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল পাঁচদিনের মধ্যে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, মিস সান্দু জয়লাভের পর তার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যারা তার বিরোধিতা করেছে, তাদের সেবায় তিনি ব্রতী হবেন।

তিনি বলেন, মলদোভা যে কোনো দেশের, যে কোনো ভাষাভাষী জনগণের জন্য হবে এক উত্তম স্থান, এদেশে সবাই স্বাগত হবেন।

এডিবি/