ন্যাভিগেশন মেনু

মহাত্মা গান্ধীর জন্মদিনে খুলনায় রক্তদান কর্মসূচি


খুলনায় সহকারী ভারতীয় হাই কমিশনের উদ্যোগে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) আয়োজিত এই কর্মসূচির আলোচনা সভায় বক্তারা বলেন, মহাত্মা গান্ধীর আদর্শ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে।

খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা: এস কে বল্লভ, খুলনা টিভি রিপোটার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু এবং প্রভাষক উত্তম কুমার দাশ আলোচনায় অংশ নেন।

এ ছাড়াও অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন রোটারিয়ান মুক্তি দাশ ও মারুফ রশিদ।

এর আগে খুলনা মেডিকেল কলেজের সহযোগিতায় রক্তদান কর্মসূচির অনুষ্ঠিত হয়। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার অন্তত ২০জন স্বেচ্ছায় রক্তদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ভারতীয় দুতাবাসের কর্মকর্তা, খুলনা মেডিকেল কলেজের চিকিৎসকবৃন্দ, রোটারিয়ান, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ কে হিরু/এডিবি