ন্যাভিগেশন মেনু

মহামারিতে ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৪১৯৪ জনের মৃত্যু


করোনা মহামারিতে ভারতে একদিনে আরও ৪ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর থেকে ভয়াবহ সময় পার করছে দেশটি।

শনিবার (২২ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এটি নিশ্চিত হওয়া যায়।

তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ২৯৯ জন। মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ১৯৪ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৫২৫ জন।

অন্যদিকে অনেকটাই বেড়েছে সুস্থতার সংখ্যা। একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ৬৩০ জন। এই মুহূর্তে দেশে মোট করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ২৯ লাখ ২৩ হাজার ৪০০ জন।

এছাড়া, পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ হাজার ৮৪৭ জন করোনা পজিটিভ হয়েছেন। অন্যদিকে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৯ হাজার ১৭ জন। একদিনে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১৫৯ জন।

সিবি/এডিবি/