NAVIGATION MENU

মহারাষ্ট্রে বাড়ি ভেঙে ৭ জনের মৃত্যু


মহারাষ্ট্রের থানে জেলার উল্লাসনগরে শুক্রবার রাতে আচমকাই একটি বাড়ির চাঙর উপর থেকে নিচে ভেঙে পড়ে। ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের ভিতরে এখনও ৪ থেকে ৫ জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

উল্লাসনগর পৌরসভার তরফে জানানো হয়েছে, ঘটনাটি ঘটে নেহরু চক এলাকার সাই সিদ্ধি নামের বহুতলে। পাঁচতলা ওই বিল্ডিংয়ের একদম উপরের তলা থেকেই বিরাট একটি চাঙর খসে পড়ে। আর তারই তলায় চাপায় পড়ে যান অন্তত ১২-১২ জন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।

ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয় ৭ জনের দেহ। চিকিৎসকরা তাঁদের সকলকেই মৃত বলে ঘোষণা করেন। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধ্বংসস্তূপের ভিতরে কতজন আটকে আছেন, তা নিশ্চিত করে এখনও বলা যায়নি। তবে মনে করা হচ্ছে সব মিলিয়ে এখনও অন্তত ৪-৫ জন চাপা পড়ে রয়েছেন ধ্বংসস্তূপের ভিতরে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শুক্রবার রাত ৯টা নাগাদ আচমকাই হুড়মুড় করে কিছু ভেঙে পড়ার শব্দ শুনে সকলে দৌড়ে আসেন। তখনই চোখে পড়ে কী অঘটন ঘটে গিয়েছে। ২৬ বছরের পুরনো এই বাড়িতে মোট ২৯টি ফ্ল্যাট রয়েছে।

এস এস