ন্যাভিগেশন মেনু

মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক ৫


ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। আটকদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ।

মঙ্গলবার (১০ নভেবম্বর) দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেন। আটকদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

আটক পাঁচজন হলেন - নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি গ্রামের বাবুল শেখের স্ত্রী সাবিনা খাতুন (৪০), মুখখোলা গ্রামের ইমন শেখের স্ত্রী লিতুন জিরা (১৯), বাবুল শেখের ছেলে ইমন শেখ (২৫), যশোর সদর উপজেলার শংকরপুর বাসস্ট্যান্ড এলাকার মৃত আমির হোসেনের মেয়ে রিম্পা খাতুন (২৪), বাঘারপাড়া উপজেলার সাধিপুর গ্রামের নীলপদ পোদ্দারের স্ত্রী মাধুরী পোদ্দার (৪৫)।

মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ নভেম্বর) রাতে মহেশপুরের গুড়দহ বাজার এলাকা থেকে ওই পাঁচজনকে আটক করা হয়।

তিনি জানান, আটককৃতরা মহেশপুরের শ্রীনাথপুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টায় ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। 

সিবি/এডিবি