ন্যাভিগেশন মেনু

মাইক্রোসফটের পদ ছাড়লেন বিল গেটস


যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করেছেন এর অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটস।

দাতব্য কাজে বেশি সময় দিতেই মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ ছাড়ালেন তিনি।

প্রাতিষ্ঠানিক দায়িত্ব ছেড়ে আগামীতে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, শিক্ষা ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন ৬৫ বছর বয়সী বিশ্বের অন্যতম শীর্ষ এ ধনী।

প্রতিষ্ঠাতা বিল গেটস তাঁর এ দাতব্য কাজকে আরও এগিয়ে নিতে চান। তাই ছেড়ে দিচ্ছেন দীর্ঘদিন ধরে থাকা নিজের করপোরেট প্রতিষ্ঠানের পদ।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকে সরে দাড়াচ্ছেন গেটস। এতে তিনি আরও বেশি সময় দাতব্য কর্মকাণ্ডে সময় দিতে পারবেন।

এ ব্যাপারে বিল গেটস বলেছেন, তিনি এখন বৈশ্বিক স্বাস্থ্য ও উন্নয়ন, শিক্ষা ও জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানের বিষয়ে বেশি গুরুত্ব দিতে চান। পাশাপাশি বলেছেন, এ কোম্পানি তার জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। এর নেতৃত্বে যারা থাকবেন, তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন।

বিল গেটস বলেছেন, ‘বন্ধুত্ব এবং অংশীদারত্ব বজায় রাখার একটি সুযোগ হিসেবে পরবর্তী ধাপের জন্য অগ্রসর হচ্ছি, যা আমাকে সঠিকভাবে তুলে ধরে। বিশ্বের কয়েকটি কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় আমার প্রতিশ্রুতি কার্যকরভাবে অগ্রাধিকার দিচ্ছি।’

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস মাইক্রোসফটের পাশাপাশি ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথওয়ের পরিচালনা পর্ষদ থেকেও সরে দাঁড়াচ্ছেন। মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণার মাধ্যমে মাইক্রোসফটে এক যুগ ধরে দৈনন্দিন কাজে তার যে ভূমিকা, তা আর থাকবে না।

পার্সোনাল কম্পিউটার বা পিসির জন্য সফটওয়্যার তৈরি করে বিল গেটস তাঁর সম্পদ অর্জন করেন। তরুণ বয়সে কলেজ থেকে ঝরে পড়া বিল গেটস মেক্সিকোতে বন্ধু পল অ্যালেনকে নিয়ে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। ২০১৮ সালে মারা যান পল অ্যালেন। ১৯৮০ সালে আইবিএমের সঙ্গে চুক্তি করার পর মাইক্রোসফটের জন্য বড় সুযোগ আসে। ওই সময় এমএস-ডিওএস অপারেটিং সিস্টেম তৈরি করে মাইক্রোসফট। ১৯৮৬ সালে পাবলিক লিমিটেড কোম্পানি হয় মাইক্রোসফট। বিল গেটস হয়ে যান তরুণ বিলিয়নিয়ার।

২০০৪ সাল থেকে বার্কশায়ার বোর্ডে যুক্ত হন তিনি। তবে তাঁর অধিকাংশ সময় দেন স্ত্রীর সঙ্গে প্রতিষ্ঠা করা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে।

দ্য ক্রোনিকেল অব ফিলানথ্রফি পক্ষ থেকে ২০১৮ সালে তাঁদের মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক উদার মানবহিতৈষীর খেতাব দেওয়া হয়।

ফোর্বসের তালিকা অনুযায়ী, বিল গেটস বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধনী। তার আগে আছেন কেবল আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। গেটসের সম্পদের পরিমাণ ১০৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার।

ওআ/এডিবি