ন্যাভিগেশন মেনু

মাগুরায় ২ মাথার শিশুর জন্ম


মঙ্গলবার বিকেলে মাগুরা শহরের একটি বেসরকারি হাসপাতালে দুই মাথার এক মেয়েশিশুর জন্ম হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া শিশু ও তার মা সুস্থ আছেন। এদিকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

দুই মাথা শিশুটির বাবা পলাশ মোল্লা মাগুরা সদর উপজেলার জগদল গ্রামের বাসিন্দা। তার স্ত্রীর নাম সোনালী খাতুন। পলাশ মোল্লা জানান, মঙ্গলবার বিকেলে শহরের একটি বেসরকারি হাসাপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে দুই মাথাওয়ালা মেয়েশিশুর জন্ম হয়।

দুটি মাথা বাদে শিশুটির দুটি হাত, দুটি পাসহ অন্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক আছে। জন্মের পর শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে রয়েছে।

তবে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন। পলাশ মোল্লা জানান, আর্থিক সামর্থ্য না থাকায় শিশুটিকে আপাতত ঢাকায় নিতে পারছেন না তিনি।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের শিশু চিকিৎসক জয়ন্ত কুমার কুণ্ডু জানান, সার্জিক্যাল বিষয় হওয়ায় জোড়া মাথার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এস এস