ন্যাভিগেশন মেনু

মাছ উৎপাদনে বিশ্বে অষ্টম বাংলাদেশ


মৎস্য সম্পদ উৎপাদনের দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বের অষ্টম স্থানে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট (ইইইউ) ওয়ার্ল্ড ইন ফিগার নামের একটি নিয়মিত প্রকাশনায় এই তথ্য দেওয়া হয়েছে। মূলত ২০১৭ সালের তথ্যের উপর ভিত্তি করে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

মৎস্য সম্পদ (মাছ, আবরণযুক্ত জলজ প্রাণী ও শামুক) মোট দেশজ উৎপাদনে (জিডিপি) তে এর অবদান এখন ৩ দশমিক ৫ শতাংশ। দেশের জিডিপিতে খাতটি অবদান তো রাখছেই, পাশাপাশি বিশ্বেও একটি ভালো অবস্থানে নিজেকে নিয়ে গেছে বাংলাদেশ।

আরো পড়ুনঃ

ঝাঁকে ঝাঁকে ইলিশ ভোলার মৎস্যজীবী পাড়ায় খুশীর বন্যা

জুলাইয়ে জাতীয় মৎস্য পুরস্কার পাচ্ছেন মনোনীতরা: প্রধানমন্ত্রী

পরিসংখ্যাণ 

মৎস্য সম্পদ উৎপাদনে চীনের অবস্থান সবার ওপরে। চীনের উৎপাদন ৬২.২ মিলিয়ন বা ৬ কোটি ২২ লাখ টন।

 ইন্দোনেশিয়া রয়েছে দ্বিতীয়তে, তাদের উৎপাদন ১ কোটি ২৮ লাখ টন। যথাক্রমে ভারত, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও পেরু।

আর অষ্টম স্থানে থাকা বাংলাদেশের মৎস্য সম্পদ উৎপাদনের পরিমাণ ৪১ লাখ টন। ৯ম থেকে ২০তম স্থানে থাকা দেশগুলো হলো জাপান, নরওয়ে, মিয়ানমার, চিলি, ফিলিপাইন, থাইল্যান্ড, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, মিসর, মালয়েশিয়া, মরক্কো ও ব্রাজিল।

এমআইআর / এস এস