ন্যাভিগেশন মেনু

মাথাপিছু আয় বেড়ে এখন ২০৬৪ ডলার


২০১৯-২০২০ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে ১৫৫ ডলার। এর ফলে দেশের মানুষের বাষিক আয় দাঁড়ালো ২ হাজার ৬৪ মার্কিন ডলার। অন্যদিকে করোনার মধ্যেও বিদায়ী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৫ দশমিক ২৪ শতাংশ।

এ বিষয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এক তথ্য প্রকাশ করেছে। 

বিবিএসের তথ্য অনুযায়ি, ‘২০১৬-২০১৭ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ছিল ১ হাজার ৬১০ ডলার, ২০১৭-২০১৮ অর্থবছরে ১ হাজার ৭৫১ ডলার, ২০১৮-২০১৯ অর্থবছরে ১ হাজার ৯০৯ ডলার এবং ২০১৯-২০২০ অর্থবছরে ২ হাজার ৬৪ ডলার।‘

তাছাড়া তথ্যানুযায়ি, ‘২০১৬-২০১৭ অর্থবছরে দেশের জিডিপির প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ২৮ শতাংশ, ২০১৭-২০১৮ অর্থবছরে ৭ দশমিক ৪৬ শতাংশ এবং ২০১৮-২০১৯ অর্থবছরে ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপির প্রবৃদ্ধি অর্জন করেছিল বাংলাদেশ। ২০১৯-২০২০ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৫ দশমিক ২৪ শতাংশ। আগের বছরের চেয়ে ২ দশমিক ৯১ শতাংশ কম প্রবৃদ্ধি অর্জিত হলেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এ অর্জন বাংলাদেশের জন্য ইতিবাচক।’

এমআইআর/এডিবি