ন্যাভিগেশন মেনু

মাথাপিছু আয় বেড়ে হলো ২২২৭ ডলার


করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও ২০২০-২১ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলারে উন্নীত হয়েছে। যা আগের মাথাপিছু আয়ের তুলনায় ৯ শতাংশ বেড়েছে।

সোমবার (১৭ মে) মন্ত্রিসভার বৈঠকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এই তথ্য জানিয়েছেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা বাংলাদেশ সচিবালয় থেকে ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘২০২০-২১ অর্থবছরে আমাদের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এর আগে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ মার্কিন ডলার। তাই, এই প্রবৃদ্ধি ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।’

সচিব বলেন, প্রতি ডলারের বিপরীতে টাকার মান ৮৪.৮১ ধরে এক লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা হিসেবে করা হয়েছে।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘আজকে কেবিনেটে পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, গত অর্থবছরে ডিজিপি (মোট দেশজ উৎপাদন) ছিল ২৭ লাখ ৯৬ হাজার ৩৭৮ কোটি টাকা, এটা হয়েছে ৩০ লাখ ৮৭ হাজার ৩০০ কোটি টাকা। যদিও হিসাব এখনো ফাইনাল হয়নি। অর্থ বিভাগ থেকে প্রাথমিকভাবে একটা হিসাব দেয়া হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজ প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তনের ৪০ বছর। আজ মাথাপিছু আয় বাড়ার বিষয়টি জানানোর জন্য মন্ত্রিসভা পরিকল্পনামন্ত্রীকে ধন্যবাদ জানায়।’

ওআ/