ন্যাভিগেশন মেনু

মাদককাণ্ডে দীপিকাকে এনসিবির জিজ্ঞাসাবাদ


বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে মাদক সরবরাহের অভিযোগে ইতিমধ্যেই তার বান্ধবী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

মাদক প্রসঙ্গে বিপাকে পড়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। তাদেরই একজন অভিনেত্রী দীপিকা পাডুকোন। বলিউডের শীর্ষ জনপ্রিয় এই অভিনেত্রী মাদক নিয়ে চ্যাট গ্রুপের এডমিন ছিলেন বলে বিস্ফোরক তথ্য জানিয়েছে এনসিবি।

এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দীপিকাকে এনসিবির পক্ষ থেকে তলব করা হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তিনি মুম্বাইয়ের ইভেলিন গেস্ট হাউজে পৌঁছান। সেখানেই দীপিকাকে জিজ্ঞাসাবাদ করছেন এনসিবির কর্মকর্তরা। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এর একটি প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে সুশান্তের মাদক মামলার জন্য অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এনসিবির সদর দফতরে এসেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, দীপিকাকে মুম্বাইয়ের কোলাবা অ্যাপালো বন্দরের এভলিন গেস্ট হাউসে এনসিবি-র বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) দফতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালেই সেখানে পৌঁছান তিনি।

দীপিকা উৎকণ্ঠায় ভোগেন বলে জিজ্ঞাসাবাদের সময় স্বামী রণবীর সিং তার সঙ্গে থাকতে চেয়েছেন বলে গতকাল শোনা গিয়েছিল। তবে এমন কোন অনুরোধ তাদের কাছে এসে পৌঁছায়নি বলে জানিয়েছেন তদন্তকারীরা। দীপিকা একাই এসেছেন জিজ্ঞাসাবাদের জন্য, তার সাথে রণবীরকে দেখা যায়নি।

একেবারে সাদামাটা পোশাকেই এনসিবি-র দফতরে এসেছেন দীপিকা। তারকা সুলভ কোনও আচরণ দেখা যায়নি তার মধ্যে। কালো চশমায় চোখও ঢেকে রাখেননি। বরং করোনাকালে সতর্ক বিধি মেনে মুখ ঢাকা ছিল মাস্কে। তিনি যে গাড়িতে এসেছেন সেটিও ছিলো একদম সাদামাটা।

গাড়ির ব্যবহারে মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে, তা জানেন দীপিকা। তাই দামী গাড়িতে চড়ে জিজ্ঞাসাবাদের জন্য গেলে হয়তো নানান আলোচনা হতো সেটা এড়ানোর জন্যই তিনি সাধারণ গাড়ি বেছে নেন বলে মনে করা হচ্ছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) একইদিন এ মামলায় এনসিবির দফতরে হাজিরা দেওয়ার কথা অন্য দুই অভিনেত্রী সারা আলি খান এবং শ্রদ্ধা কাপূরেরও।

এর আগে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দীপিকার ম্যানেজার কারিশ্মা প্রকাশকে জিজ্ঞাসাবাদ করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। একইদিনে এনসিবি অফিসে গিয়ে কথা বলেছেন রকুলপ্রীত সিং। বিশেষ তদন্তকারী দলকে দেওয়া রকুলের কথা অ্যানালাইস করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন এনসিবির ডিরেক্টর জেনারেল মুথা অশোক জৈন।

এদিকে, সুশান্ত মামলার গতিপ্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অভিনেতার বাবার আইনজীবী বিকাশ সিং।

তিনি জানান, সুশান্তের পরিবার মনে করছে তার মৃত্যুর মামলাকে অন্য পথে ঘোরানো হচ্ছে। অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স -এর চিকিৎসকরা বলেছেন শ্বাসরোধের ফলে সুশান্তের মৃত্যু হয়েছে। কিন্তু সিবিআই এ বিষয়ে এখনও পর্যন্ত কোন বিবৃতি জারি করেনি। ধীর গতিতে মামলা আগাচ্ছে বলে অসন্তোষ প্রকাশ করেন বিকাশ সিং।

শিব সেনা নেতা সঞ্জয় রাউত বলেন, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কাজ মাদক পাচার রোখা। তা না করে বলিউডের একের পর এক তারকাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাচ্ছে।

ওআ/