ন্যাভিগেশন মেনু

মাদককাণ্ডে দীপিকা-সারা-রাকুলের ফোন জব্দ


বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে মাদক সরবরাহের অভিযোগে ইতিমধ্যেই তার বান্ধবী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

মাদক প্রসঙ্গে বিপাকে পড়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এনসিবির জেরার মুখোমুখি হতে হয়েছে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খানকে। মাকদ চক্রের সঙ্গে এই নায়িকাদের যোগ খুঁজে পাওয়া গেছে।

ভারতীয় সংবামমাধ্যম থেকে জানা যায়, শুধু জিজ্ঞাসাবাদ পর্বই নয়, এই প্রথম সারির নায়িকাদের মোবাইল ফোন বিস্তারিত তদন্তের জন্য বাজেয়াপ্ত করেছে এনসিবি। শুক্রবার এনসিবির জেরার মুখে পড়া অভিনেত্রী রাকুল প্রীত সিং, দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশের ফোনও নিজেদের জিম্মায় নিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

আরও বেশি ডিজিট্যাল তথ্য-প্রমাণ হাতে পেতেই সকলের ফোন বাজেয়াপ্ত করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বলে সূত্রের খবর। সবকটি ফোনের ফরেনসিক পরীক্ষা করা হবে। উদ্ধার করা হবে ডিলিট ডেটা।

বলিউডের মাদকচক্রে হদিশ পেতেই এই তদন্ত চালাচ্ছে এনসিবি। দুটি পৃথক এফআইআর রেজিস্ট্রার করে গোটা বিষয় খতিয়ে দেখছে তাঁরা। একটি সুশান্তের মৃত্যু মামলার সঙ্গে জড়িত, অপরটি বলিউডের বিস্তারিত ড্রাগ নেটওয়ার্কের হদিশ খুঁজে বার করতে।

শনিবার, কোলাবার মুম্বই পোর্ট ট্রাস্টের গেস্ট হাউজে হাজিরা দেন দীপিকা পাড়ুকোন। এদিন দীপিকা পাড়ুকোনকে দফায় দফায় জেরা করেন এনসিবির পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল। সাড়ে পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে জেরা করা হয় দীপিকাকে। এদিন এনসিবিরি ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্রা স্বয়ং জিজ্ঞাসাবাদ করেন রণবীর ঘরনিকে। শুক্রবারের পর এদিনও সমন পাঠানো হয়েছিল দীপিকার ম্যানেজার করিশ্মাকে। জানা গিয়েছে দুজনকে মুখোমুখি বসিয়ে ‘মাল হ্যায় ক্যায়’ চ্যাট নিয়ে বিস্তারিত তথ্য জানতে চায় এনসিবি।

অন্যদিকে এনসিবির ব্যালাড এসস্টেটের অফিসে জেরা করা হয় সারা ও শ্রদ্ধাকে।  প্রায় ছয় ঘন্টা ধরে জেরা করা হয় শ্রদ্ধাকে, অন্যদিকে বেশ খানিকটা দেরিতে হাজিরা দেওয়ায় মাত্র সাড়ে চার ঘন্টা জেরার পরেই সারাকে চলে যাওয়ার অনুমতি দেয় এনসিবি।

সূত্রের খবর মাদক সেবনের অভিযোগ অস্বীকার করেছেন দুই নায়িকাই। উলটে সুশান্ত সিং রাজপুত নাকি মাদক নিতেন-এনসিবির জেরায় তেমনটাই জানিয়েছেন শ্রদ্ধা কাপুর ও সারা আলি খান।

ওআ/