ন্যাভিগেশন মেনু

মাদকের সাথে যুক্তরা দলের কেউ নয়: কেসিসি মেয়র


মাদকের সাথে যুক্তরা দলের কেউ নয় বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক।

রবিবার (১১ অক্টোবর) সকালে জুম অ্যাপে অনুষ্ঠিত খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন।

মেয়র জানান, মাদকের সঙ্গে যুক্ত এমন কারও জন্য খুলনা আওয়ামী লীগের কেউ তদবির করে না। এলাকার মাদক সংশ্লিষ্ট ও বখাটেদের বিরুদ্ধে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর দমন অভিযানে রাজনীতিবিদদের নিজ উদ্যোগে সহায়তা করতে হবে।

এ সময় সিটি মেয়র আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আগের মতোই লড়াই চালিয়ে যেতে হবে। আসন্ন দুর্গাপূজা উদযাপনে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সকল আনুষ্ঠানিকতা পালনে তৎপর থাকতে হবে। মন্ডপে প্রবেশ ও প্রস্থানের ভিন্ন পথ, প্রবেশপথে হাত ধোয়ার ব্যবস্থা  ও সকলের মুখে মাস্ক পরিধান নিশ্চিত করা আবশ্যক।

সভায় খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, সিভিল সার্জন ডা. সুজাত আহমেদসহ খুলনার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ইউএনও, ওসি, মুক্তিযোদ্ধা আলমগীর কবীরসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

হিরু/ ওয়াই এ/এডিবি