ন্যাভিগেশন মেনু

মাদক মামলায় মডেল পিয়াসা ৩ দিনের রিমান্ডে


রাজধানীর বারিধারার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবাসহ গ্রেপ্তার মডেল ফারিয়া মাহবুব পিয়াসার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ আগস্ট) গুলশান থানার দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পিয়াসাকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক আলমগীর সিদ্দিক। বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে রবিবার (১ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর ডিবি উত্তরের একটি দল বারিধারার বাসা থেকে আটক করে মডেল পিয়াসাকে।

ডিবি পুলিশ জানায়, পিয়াসার বিরুদ্ধে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে আটক করা হয়েছে। এ সময় তার ঘরে টেবিল থেকে চার প্যাকেট ইয়াবা ও রান্নাঘরের ক্যাবিনেট থেকে নয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। 

বিভিন্ন সময়ে নানা ঘটনায় আলোচনায় আসেন পিয়াসা। ২০১৭ সালে মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় তার নাম সামনে আসে। 

এর আগে, রবিবার রাতেই রাজধানীর মোহাম্মদপুর বাবর রোডে আরেক মডেল মরিয়ম আক্তার মৌয়ের (মৌ আক্তার) বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তার বাসা থেকেও বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়।

ওআ/