ন্যাভিগেশন মেনু

মিঠাপুকুরে মাদক সম্রাজ্ঞী অরেছা বেগম গ্রেপ্তার


রংপুরের মিঠাপুকুরে ১০ গ্রাম হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী অরেছা বেগমকে (৫০) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বলদীপুকুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অরেছা বেগম মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকার ফরিদ মিয়ার স্ত্রী। তার নামে আরও পাঁচটি মাদক মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানায়, সোমবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বলদীপুকুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অরেছা বেগমকে আটক করে ডিবি পুলিশ। পরে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ সময় পুলিশি উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ও ক্রেতারা পালিয়ে যায়। রাতেই আরেছা বেগমকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত অরেছা বেগম এই এলাকার ভ্রাম্যমাণ মাদক বিক্রেতা।

মিঠাপুকুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএ/এডিবি/