ন্যাভিগেশন মেনু

চট্টগ্রামে ধর্ষণ মামলায় আসামীর যাবজ্জীবন


চট্টগ্রাম নগরীতে এক যুগ আগে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় পলাতক আসামী মো. সাদ্দাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর ) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা জজ মো. মশিউর রহমান খান এ রায় দেন।

দণ্ডিত আসামী নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটার আশরাফ আলী রোডের আবুল কাশেমের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি রাতে সাদ্দাম তার পাশের বাসার ১৪ বছরের এক কিশোরীকে তার ঘরে ঢেকে নিয়ে ধর্ষণ করেন।

পরে পরিবারের সদস্যরা ওই কিশোরীকে সাদ্দামের ঘর থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ভর্তি করেন।

ওই বছরের ১১ ফেব্রুয়ারি কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাদ্দামের বিরুদ্ধে মামলা করেন। তখন থেকেই সাদ্দাম পলাতক।

২০০৮ সালের ২৭ মার্চ পলাতক এই আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ওই বছরের ৪ নভেম্বর আদালত সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।

বাদীপক্ষে ৯ জনের সাক্ষ্য শুনে বিচারক বুধবার আসামী সাদ্দামকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করলেন।

সিবি/এডিবি