ন্যাভিগেশন মেনু

‘আগামী ২৬ মার্চের মধ্যেই মুক্তিযোদ্ধারা পাচ্ছেন আইডিকার্ড’


আগামী বছরের ২৬ মার্চের মধ্যেই সব মুক্তিযোদ্ধাকে আইডিকার্ড ও সার্টিফিকেট পাচ্ছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকালে গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, ‘মার্চের প্রথম দিকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে সব মুক্তিযোদ্ধাকে আইডিকার্ড ও সার্টিফিকেট দেয়ার কার্যক্রম উদ্বোধন করবেন। এই আইডি কার্ডে আট ধরণের বারকোড ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যাতে এই কার্ড কেউ জালিয়াতি করতে না পারে।’

মন্ত্রী বলেন, ‘আগামী বছর বিজয়ের ৫০ বছর সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের পক্ষ থেকে এমন কিছু উপহার থাকবে যাতে তারা সম্মানিত বোধ করেন। সরকার ইতোমধ্যে জীবিত সব মুক্তিযোদ্ধার চিকিৎসা শতভাগ নিশ্চিত করেছেন। হাসপাতালে চিকিৎসা থেকে শুরু করে ওষুধপত্র বিনামূল্যে দেয়া হবে। বিনা চিকিৎসায় বা অর্ধ চিকিৎসায় কোনো মুক্তিযোদ্ধা মারা যাবেন না।’

এমআইআর/ওআ