ন্যাভিগেশন মেনু

মামুনুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন


ভাস্কর্যবিরোধী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আইনের ২১/২৫/২৮ ও ৩১ ধারায় মামলাটি করার আবেদন করা হয়।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসাম জগলুল হোসেনের আদালতে মামলাটির আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক।

তিনি বলেন, সকালে মামলার আবেদন জমা দেওয়া হয়েছে। দুপুরে মধ্যে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, আবদুল মালেক ৭ ডিসেম্বর মামুনুল হকের বিরুদ্ধে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবমূর্তি ও সম্মান ক্ষুণ্নের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা করেন।

একইদিন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাদী হয়ে মামুনুল হকসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন।

সিবি/এডিবি