ন্যাভিগেশন মেনু

মামুনুল হককে গ্রেপ্তারে পুলিশের ওপর ককটেল হামলা, গ্রেপ্তার ৩


গাজীপুরে পুলিশের ওপর ককটেল নিক্ষেপের ঘটনায় হেফাজতের এক নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ডাইনকিনি গ্রামের সিরাজুল ইসলামের তিন ছেলে সভাপতি ইমদাদুল হক (৫০), মোহাম্মদ আলী(৪৮) ও আশরাফুল (৪০)।

গাজীপুর জেলা পুলিশের (কালিয়াকৈর-শ্রীপুর জোন) অতিরিক্ত পুলিশ সুপার মো. আল মামুন বলেন, ককটেল বিস্ফোরণ ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে রবিবার রাতে তাদের আটক করা হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি মো. মনোয়ার হোসেন জানান, মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে রবিবার রাতে চন্দ্রা-কালামপুর রোডে ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের লক্ষ্য করেও ককটেল বিস্ফোরণ ঘটনায় তারা। তিনি বলেন, কালিয়াকৈর থানার এসআই মোরর্শেদ মোল্লা বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। এতে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

ওআ/