ন্যাভিগেশন মেনু

মারা গেলেন সাবেক হকি খেলোয়াড় আনভীর আদিল


জাতীয় হকি দলের সাবেক গোলরক্ষক এবং বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক যুগ্ম সম্পাদক আনভীর আদিল খান বাবু আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

বেশ কয়েকদিন ধরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি ছিলেন কিংবদন্তি এই হকি খেলোয়াড়। ওপেন হার্ট সার্জারি করার পর আইসিইউতে ছিলেন তিনি। এদিন দুপুর তিনটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আনভীর আদেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হকি অঙ্গনে। বাংলাদেশ হকি ফেডারেশন গভীর শোক ও সমবেদনা প্রকাশ এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

আশির দশকে আনভীর আদিল দাপটের সঙ্গে হকি খেলেছেন। তিনি মোহামেডান, আবাহনীসহ বেশ কয়েটি ক্লাবের হয়ে ঘরোয়া হকি খেলেছেন। ১৯৭৭ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত জুনিয়র বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ দলের গোলরক্ষক ছিলেন আনভীর আদিল।

১৯৭৮ সালে ব্যাংকক এশিয়ান গেমসে ও একই বছর শ্রীলঙ্কা দলের ঢাকা সফরের সময়ও তিনি ছিলেন জাতীয় দলের গোলরক্ষক। ১৯৮২ সালে এশিয়ান কাপ ও এশিয়ান গেমসেও জাতীয় দলের গোলরক্ষক ছিলেন।

ওআ/