ন্যাভিগেশন মেনু

মার্কিন প্রেসিডেন্টের করোনা নেগেটিভ


করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমিত হওয়ার ১০ দিনের মাথায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা নেগেটিভ হয়েছেন।  

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ট্রাম্প নিজের ভেরিফায়েড ট্যুইটারে এ তথ্য জানিয়েছেন।

ট্যুইটের সঙ্গে হোয়াইট হাউজে নিজের চিকিৎসকের একটি বিবৃতিও সংযুক্ত করেছেন ট্রাম্প।

হোয়াইট হাউসের চিকিৎসক সিয়ান কনলি জানিয়েছেন, পরপর কয়েকদিন ট্রাম্পের কভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। তার থেকে আর সংক্রমণ ছড়ানোর আশঙ্কা নেই।

কনলি একটি মেমো প্রকাশ করে বলেছেন, 'আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে চাই যে, Abbot BinaxNOW অ্যান্টিজেন কার্ডের মাধ্যমে পরীক্ষায় পরপর কয়েকদিন তার রিপোর্ট নেগেটিভ এসেছে।' 

পিসিআর ডায়গনস্টিক পরীক্ষার থেকেও বেশি সংবেদনশীল অ্যান্টিজেন টেস্ট। ঠিক কবে এই পরীক্ষা করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু না-জানালেও হোয়াইট হাউসের চিকিত্‍‌সক জানিয়েছেন, প্রেসিডেন্টের থেকে আর কারও সংক্রমিত হওয়ার আশঙ্কা নেই।

স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার সানফোর্ডে হাজারো সমর্থকের উপস্থিতিতে প্রচার শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সমাবেশে ট্রাম্প সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বলে দাবি করেন। পাশপাশি তিনি শক্তি অনুভব করছেন বলেও জানান। ভিড়ের মধ্যে গিয়ে সমর্থকদের চুমু খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

সম্প্রতি করোনা টেস্টে পজিটিভ আসে ডোনাল্ড ট্রাম্পের। তিনদিন ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারেও ছিলেন তিনি। হাসপাতালে ভর্তির ৭২ ঘণ্টা পর পুরোপুরি সুস্থ না হলেও তিনি হোয়াইট হাউজে চলে যান।

এস এ /এডিবি