ন্যাভিগেশন মেনু

মার্চ মাসে রেমিট্যান্স এসেছে প্রায় ১৬ হাজার কোটি টাকা


সদ্য শেষ হওয়া মার্চ মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯১ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার (১ দশমিক ৯১ বিলিয়ন) বা প্রায় ১৬ হাজার ২৯০ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা)। যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৫ দশমিক ১০ শতাংশ বেশি।

চলতি বছরের জানুয়ারিতে রেমিটেন্স ছিল ১৯৬ কোটি ডলার বা ১৬ হাজার ৬৬০ কোটি টাকা ও ফেব্রুয়ারিতে ১৭৮ কোটি ডলার বা ১৫ হাজার ১৩০ কোটি টাকা।

গত বছর (২০২০ সাল) মার্চে দেশে ১২৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিলো।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত রেমিট্যান্সের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলতি অর্থবছরের (২০২০-২১) ৮ মাসে (জুলাই-মার্চ) প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন এক হাজার ৮৬০ কোটি ৩৮ লাখ ডলার বা এক লাখ ৫৮ হাজার কোটি টাকা।

রেমিট্যান্স প্রবাহ চাঙ্গা থাকায় ইতিবাচক অবস্থায় রয়েছে রিজার্ভ। সবশেষ ১৬ মার্চ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ দশমিক ৯ বিলিয়ন বা চার হাজার ৩০৯ কোটি ডলার।

এমআইআর/এডিবি