ন্যাভিগেশন মেনু

মালদহে গ্রেপ্তার বাংলাদেশি জেএমবি জঙ্গি


ভারতে লুকিয়েও শেষ রক্ষা হলোনা। ভারতের মালদহ জেলা  থেকে গ্রেপ্তার করা হলো এক জেএমবি  জঙ্গিকে। ধৃতের নাম রুবেল হোসেন।

জানা গিয়েছে, বাংলাদেশের নাগরিক ওই যুবক, প্রায় আটদিন ধরে মালদহে লুকিয়ে ছিল। তবে শেষ রক্ষা হল না।

শনিবার রাতে পুরাতন মালদহের সাহাপুর এলাকায় তল্লাশি চালায় পুলিশ। সেখানকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় রুবেল হোসেনকে। পুলিশের দাবি, বাংলাদেশের নওগাঁর বাসিন্দা ওই যুবক। দীর্ঘদিন ধরেই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল সে।

সম্প্রতি বাংলাদেশে ধরপাকড় শুরু হওয়ায় কোনওভাবে ভারতে চলে আসে রুবেল ও তার সঙ্গীরা। সাহাপুরের এক গোপন ডেরায় আত্মগোপন করে জঙ্গি সংগঠনের কাজ কর্ম চালাচ্ছিল তারা।

গোপন সূত্রের মাধ্যমে তা জানতে পারে মালদহ থানার পুলিশ। এরপরই শনিবার রাতে সাহাপুরের একটি বাড়িতে তল্লাশি চালায় আধিকারিকরা। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় রুবেলকে। যদিও তার সঙ্গীরা পরিস্থিতি বুঝে চম্পট দেওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

অন্যদিকে রবিবারই বিশেষ আদালতে তোলা হয়েছে ধৃত রুবেল। অভিযুক্তের সম্পর্কে যাবতীয় তথ্য জানতে বাংলাদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে খবর। 

উল্লেখ্য, গতবছরের শেষে ও এবছরের শুরুতে বীরভূম  ও মুর্শিদাবাদ থেকে একাধিক জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করেছে এসটিএফ। তাদের কাছ থেকে একাধিক ল্যাপটপ, ম্যাগাজিন, মোবাইল বাজেয়াপ্ত করে পুলিশ। সেগুলোর ভিত্তিতে জঙ্গি ক্রিয়াকলাপে জড়িত বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃত রুবেলের থেকেও একাধিক তথ্য মিলবে বলে আশাবাদী তদন্তকারীরা।

এস এস