ন্যাভিগেশন মেনু

মালবাহী ট্রেনে দুই বাংলার পণ্য আমদানি শুরু


মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ-ভারত দুই বাংলার লকডাউন অবস্থার কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল পণ্য আমদানি। কিন্তু লকডাউন কিছুটা শিথিল হওয়ায় ফের ভারত থেকে বাংলাদেশে মালবাহী ট্রেনে পণ্য আমদানি শুরু হয়েছে। ফলে পেঁয়াজবাহী প্রথম ট্রেন বাংলাদেশ রেলওয়ের কাছে হস্তান্তর করেছে ভারতীয় রেলওয়ে।

শনিবার (৯ মে) ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দর্শনা-গেদে পয়েন্টে পেঁয়াজবাহী ট্রেনটির ৪২ বগি হস্তান্তর করা হয়। কাস্টমস ছাড়পত্র পেলে পেঁয়াজ সুবিধাজনক স্থানে আনলোড করা হবে।

এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার চারটি রেলওয়ে পয়েন্ট দিয়ে আরও কিছু মালবাহী ট্রেন নিত্য-পণ্য নিয়ে আসবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

করোনাভাইরাস মহামারি রূপ নেওয়ার পর সংক্রমণ ঠেকাতে দেড় মাস আগে ভারত-বাংলাদেশ উভয় দেশেই লক-ডাউন পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিকে ভারতে লকডাউন চলার কারণে দেশের বাজারে পেঁয়াজের চাহিদা হ্রাস এবং সড়কপথে রপ্তানিতে প্রশাসনিক বাধার কারণে রাজ্য কৃষি বিপণন বোর্ড রেলপথে বাংলাদেশে পেঁয়াজ রফতানির জন্য চাপ দিচ্ছিল।


ওয়াই এ/এডিবি