ন্যাভিগেশন মেনু

মালয়েশিয়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬০ চিনা নাগরিক আটক


মালয়েশিয়ার সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ছয় নৌকাসহ ৬০ চিনা নাগরিককে আটক করা হয়েছে। মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর অঙ্গরাজ্যের সমুদ্রসীমায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার (১০ অক্টোবর) মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট অ্যাজেন্সি (এমএমইএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে অ্যাজেন্সির আঞ্চলিক পরিচালক মোহাম্মদ জুলফাদলি নায়ান সংবাদসংস্থা রয়টার্সকে বলেন, খতিয়ে দেখা গেছে, নৌকাগুলো চিনের কিনহুয়াংদাওয়ে নিবন্ধন করা।

এদিকে, আটক নৌকাগুলোতে ছয়জন ক্যাপ্টেন এবং ৫৪ জন ক্রু ছিলেন। তারা সবাই চিনা নাগরিক এবং বয়স ৩১ থেকে ৬০ বছরের মধ্যে।

মালয়েশিয় কর্তৃপক্ষের দাবি, আটকের সময় নৌকাগুলোতে কোনো মালামাল ছিলো না। ধারণা করা হচ্ছে, সেগুলো উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায় যাচ্ছিলো। কিন্তু, যান্ত্রিক গোলযোগের কারণে তাদের মালয়েশিয়ার সমুদ্রসীমায় থামতে হয়।

সিবি/এডিবি