ন্যাভিগেশন মেনু

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ৩০৯ অবৈধ অভিবাসী গ্রেপ্তার


মালয়েশিরা ইমিগ্রেশন বিভাগ সেলাঙ্গরের ডেংকিলের একটি নির্মাণাধীন সাইটের কাছে বসতি স্থাপনের জন্য একীভূত হওয়া ১০২ জন বাংলাদেশিসহ ৩০৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।

রবিবার (২০ জুন) দিবাগত রাতে পরিচালিত অভিযানে ৭১৫ জন ব্যক্তিকে আটক করা হয়। আটকের পর কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৩০৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।

মালয়েশিয়ার নিউ স্ট্রেইটস টাইমস জানায়, আটকদের মধ্যে ২০ থেকে ৫০ বছর বয়সী ২৮০ জন পুরুষ এবং ২৯ জন মহিলা রয়েছেন। এদের মধ্যে ইন্দোনেশিয়ার ১৯৩ জন, বাংলাদেশি ১০২ জন, ভিয়েতনামের ৪ জন, ভারতের ২ জন এবং মায়ানমারের ৮ জন।

মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ জানান, তার বিভাগ জনসাধারণের কাছ থেকে তথ্য পেয়েছে যারা দাবি করেছেন যে, এখানে এমন কিছু ব্যক্তি আছেন যারা আন্দোলন নিয়ন্ত্রণ আদেশ (এমসিও) স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) লঙ্ঘন করেছেন বলে জানতে পেরেছেন।

তিনি বলেন, 'আমি অপারেশন দলটি নিয়ে পৌঁছে দেখতে পেলাম তাদের বসতিটি এতো ঘন, নোংরা এবং নিকাশীর সঠিক ব্যবস্থা নেই, প্রচুর সংখ্যক লোক একসঙ্গে খাওয়া দাওয়া করছে।'

ইমিগ্রেশনের মহাপরিচালক সাংবাদিকদের জানান, 'তারা আরও স্বীকার করেছেন যে, তারা একেকটি কক্ষে ৪ থেকে ৭ জন করে দলবদ্ধ ভাবে থাকতো।'

অভিবাসন বিভাগ বলছে, বিভিন্ন অপরাধে এই অভিবাসীদের ১৯৫৯/৬৩ এর ইমিগ্রেশন আইন এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর আওতায় গ্রেপ্তার করা হয়েছে।

ওয়াই এ/এডিবি/