ন্যাভিগেশন মেনু

মাসুদ রানা’র লেখক শেখ আবদুল হাকিম আর নেই


জনপ্রিয় গোয়েন্দা কাহিনি ‘মাসুদ রানা’ সিরিজের লেখক কথাসাহিত্যিক ও অনুবাদক শেখ আবদুল হাকিম আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ব্রংকাইটিসে ভুগছিলেন।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর বাসাবো পুর্ব নন্দীপাড়ায় নিজ বাসায় এই লেখক মৃত্যুবরণ করেন।

শেখ আবদুল হাকিমের মেয়ে সাজিয়া হাকিম মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, বাবা শ্বাসকষ্টে ভুগছিলেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার আগে বাসাতেই তার মৃত্যু হয়। 

দাফন ও জানাজার বিষয়ে পারিবারিকভাবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সাজিয়া।

সেবা প্রকাশনীর কাজী আনোয়ার হোসেনের হাত দিয়ে মাসুদ রানার যাত্রা শুরু হয়। শেখ আবদুল হাকিম সেবা প্রকাশনীর পাঠকপ্রিয় গোয়েন্দা কাহিনি 'মাসুদ রানা' সিরিজের ২৭১টির এবং 'কুয়াশা' সিরিজের ৫০টি বইয়ের লেখক।

'মাসুদ রানা' ও 'কুয়াশা' সিরিজ ছাড়াও রোমান্টিক, অ্যাডভেঞ্চার-সহ নানান স্বাদের বই উপহার দিয়েছেন এই লেখক।

মাসুদ রানা সিরিজের বইয়ের স্বত্ব দাবি করে আইনি লড়াইয়ের কারণে গত বছর আলোচনায় আসেন শেখ আবদুল হাকিম। ওই সময় কপিরাইট অফিস তার পক্ষে রায় দিলেও কাজী আনোয়ার হোসেনের আপিলের পর বিষয়টি বিচারাধীন।

১৯৬০-এর দশকের মাঝামাঝিতে সেবার আরেক সিরিজ 'কুয়াশা'র দশম কিস্তি দিয়ে প্রকাশনীটির সঙ্গে যুক্ত হন শেখ আবদুল হাকিম। সেবার সঙ্গে প্রায় চার দশক যুক্ত ছিলেন তিনি।

সেবা প্রকাশনীর মাসিক 'রহস্য পত্রিকা'র সহকারী সম্পাদক হিসেবেও যুক্ত ছিলেন অনেক বছর।

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গের হুগলিতে শেখ আবদুল হাকিমের জন্ম। ব্রিটিশ ভারত ভাগ হলে চার বছর বয়সে পরিবারের সঙ্গে পূর্ব পাকিস্তানে চলে আসেন তিনি।

এডিবি/