ন্যাভিগেশন মেনু

মাস্ক ব্যাবহারে কিছু সতর্কতা


মাস্ক ব্যবহারের ক্ষেত্রে সচেতন হলে জীবাণু সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। শুধু মাস্ক দিয়ে মুখ ঢেকে রাখলেই যে আপনি নিরাপদ তা নয়। মাস্ক ব্যাবহারের পরও জীবাণু আপনার নাকের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে।

যদি মাস্ক মাপ মতো না হয় তাহলে তা সঠিক সুরক্ষা দিতে পারবে না। তাই নাক ও মুখ ঢাকে এমন মাপ মতো মাস্ক ব্যবহার করা উচিত। এছাড়া মাস্ক ব্যাবহারের ক্ষেত্রে কিছু সাবধানতা অবশ্যই মেনে চলতে হবে।

আসুন জেনে নেই মাস্ক ব্যাবহারে কিছু সতর্কতা:

পরিষ্কার হাতে মাস্ক খোলা: ঘর থেকে বাইরে যাওয়ার আগে নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে নিশ্চিত হওয়া উচিত। তাহলে হাত থেকে মাস্কে জীবাণু যাওয়ার ঝুঁকি থাকবে না। একইভাবে বাসায় ফিরেই মাস্ক খুলে ফেলা যাবে না। প্রথমে হাত ভালোভাবে পরিষ্কার করে মাস্কের ফিতা ধরে খুলতে হবে। মনে রাখতে হবে, প্রতিবার মাস্ক ব্যবহার করার পরে তা সাবান-পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে যাতে জীবাণু নাশ হয়।

মাস্ক স্পর্শ করা: মাস্ক পরা বা খোলার জন্য অবশ্যই মাস্কের ফিতার অংশ ব্যবহার করুন। মাস্কের ভেতরের অংশের মতো বাইরের অংশও স্পর্শ করা ঠিক নয়। এতে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে।

মাস্ক খুলে কথা বলা: মাস্ক ব্যবহার করে কথা বলাটা বেশ ঝামেলাজনক। তারমানে এই নয় যে কথা বলার সময় মাস্ক খুলে কথা বলবেন। মনে রাখতে হবে, করোনাভাইরাস শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও ছড়াতে পারে। অসুস্থ কোনো ব্যাক্তির সঙ্গে কথা বললে এর ঝুঁকি বেড়ে যায়। তাই মাস্ক ব্যবহার করেই সকলের সঙ্গে কথা বলুন।

এমআইআর/ এডিবি