ন্যাভিগেশন মেনু

মায়ানমারের সাধারণ নির্বাচনে ফের বিজয়ী অং সান সুচির এনএলডি


মায়ানমারের সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ফের বিজয়ী হয়েছে। বুধবার (১১ নভেম্বর) মিয়ানমারের নির্বাচন কমিশন ঘোষণা দেয়, সুচির দল এনএলডি নির্বাচনে সংসদের ৫০০টি আসনের মধ্যে ৩৯৯টি আসনে জয় পেয়েছে।

২০১৫ সালে প্রথমবারের নির্বাচনে এনএলডি পেয়েছিলো ৩৯০টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২২টি আসন।

গত ৮ নভেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে রোহিঙ্গাসহ অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভোটাধিকার ছিলো না। আর এ নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘসহ সক্রিয়বাদী বিভিন্ন সংগঠন।

এদিকে, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, জাপানসহ অনেক দেশ এই নির্বাচনকে স্বাগত জানিয়েছে।

তবে বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচনে অং সান সুচি বিজয়ের ফলে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশে আটকেপড়া রোহিঙ্গা শরণার্থীরা।

এডিবি/