ন্যাভিগেশন মেনু

মায়ের হাতেই বাচ্চাদের টিকা খাওয়ানোর ব্যবস্থার আহ্বান মেয়র তাপসের


বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে মায়ের হাতেই বাচ্চাদের টিকা খাওয়ানোর ব্যবস্থার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিস) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হানিফ অডিটোরিয়ামে কেন্দ্রীয় অ্যাডভোকেসি ওরিয়েন্টেশন সভায় তিনি এ আহ্বান জানান।

মেয়র তাপস বলেন, ‘শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ‘ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন’ চালানো যেতে পারে। যারা টিকা খাওয়াবেন, তারা অব্যশ্যই নিজেদের হাত ভালোভাবে ধুয়ে নেবেন। টিকার জন্য অপেক্ষমানদের অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। অবশ্যই মাস্ক পড়তে হবে।’

তিনি বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে টিকাদান কর্মসূচি ইতোমধ্যে ৩ মাস পিছিয়ে গেছে। আমরা ৩ মাস পিছিয়ে গেছি। কিন্তু জন্ম তারিখ অনুযায়ি যেসব বাচ্চার টিকা দেওয়া জরুরি হয়েছে, সেই বিবেচনায় আমরা করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই কাজ শুরু করছি।’

এ সময় মেয়র শিশুদের মায়ের দুধ দেওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, ভিটামিন এ দিয়ে দেওয়া মানেই মায়েদের দুধ খাওয়ানো লাগবে না এ কথা যেন কেউ মনে না করেন। বাচ্চাদের টিকা দেওয়ার সময় এই বার্তাটাও দেবেন যে মায়ের দুধ খাওয়াতে হবে। কারণ শিশুদের রোগ প্রতিরোধের ওষুধ হিসেবে কাজ করে মায়ের বুকের দুধ। সেটা যেন অন্তত ২ বছর পর্যন্ত খাওয়ানো হয়।

প্রসঙ্গত, ২৬ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর এই ক্যাম্পেইন চালানোর পরিকল্পনা থাকলেও ‘সুষ্ঠু ও সুচারুরূপে’ তা বাস্তবায়নের জন্য কর্মসূচি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর এই ক্যাম্পেইন চালানো হবে।

এমআইআর/এডিবি