NAVIGATION MENU

মা-বাবার পাশেই চিরনিদ্রায় সমাহিত ম্যারাডোনা


আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবল মহাতারকা দিয়েগো ম্যারাডোনার মরদেহ মা-বাবার পাশেই সমাহিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার পর নিজ জন্মস্থান প্রেসিডেন্সিয়াল প্যালেস বুয়েন্স আইরেসের উপকণ্ঠে অবস্থিত বেলা ভিস্তা সমাধিস্থলে সমাহিত করা হয়েছে ম্যারাডোনাকে।

বেলা ভিস্তায় চিরনিদ্রায় শায়িত রয়েছেন ম্যারাডোনার বাবা দিয়েগো ম্যারাডোনা চিতোরো (১৯২৭-২০১৫) এবং মা দালমা সালভাদোরা ফ্রান্সো (১৯৩০-২০১১)।

এর আগে নিজ বাসভবন থেকে ময়নাতদন্তের জন্য সান ফার্নান্দোর একটি মর্গে নিয়ে যাওয়া হয় ম্যারাডোনার মরদেহ।

এরপর বৃহস্পতিবার একটি বিশেষ কফিনে করে ম্যারাডোনার মরদেহ নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সিয়াল প্যালেসে। আর্জেন্টিনার জাতীয় পতাকা ও ম্যারাডোনার ট্রেডমার্ক ১০ নম্বর জার্সি দিয়ে মুড়ে দেয়া ছিল ম্যারাডোনার কফিন। তাকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে বুয়েন্স আইরেসের রাস্তায়।

বুধবার (২৫ নভেম্বর) নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই কিংবদন্তী। কয়েকদিন আগেই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন। তার বয়স হয়েছিল ৬০ বছর। তার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক চলছে আর্জেন্টিনায়।

ওয়াই এ/এসএস