ন্যাভিগেশন মেনু

মির্জাগঞ্জে বাল্যবিয়ে ও নারীর প্রতি সহিংসতা বন্ধে আলোচনাসভা


পটুয়াখালীর মির্জাগঞ্জে নারী ও মেয়ে শিশুদের অধিকার ও নিরাপত্তা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে নারী ও মেয়ে শিশুদের প্রতি সহিংসতা এবং বাল্যবিয়ে বন্ধে সংবাদকর্মীদের সাথে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনির্বাণ সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় মির্জাগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনির্বাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোসা. শামসুন্নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান, সুবিদখালী সরকারি র. ই. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, সহকারী শিক্ষক মো. লুৎফুর রহমান, সুবিদখালী আর কে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ছরোয়ার বাদল, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাদ্দাম এবং উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।

এআরএস/সিবি/এডিবি/