ন্যাভিগেশন মেনু

মির্জাগঞ্জে ভাতা কার্যক্রম শতভাগে উন্নীত


পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলাকে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিধি মোতাবেক বয়স্কভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতাদের ভাতা কার্যক্রম শতভাগে উন্নীত করা হয়েছে।

এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্র থেকে এ তথ্য জানা গেছে।

তাছাড়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

পরিপত্রে জানানো হয়, এখন থেকে মির্জাগঞ্জ উপজেলায় ভাতা পাওয়ার যোগ্য সকল মানুষ এ সুবিধা পাবেন। দ্বিতীয় দফায় দেশের সর্বাধিক দরিদ্রপ্রবণ ১৫০টি উপজেলাকে শতভাগ ভাতার আওতায় আনা হয়েছে। তার মধ্যে মির্জাগঞ্জ উপজেলাও রয়েছে।

উপজেলা সমাজ সেবা অফিস সুত্রে জানা যায়, ২০২১-২০২২ অর্থবছরে উপজেলার ৬টি ইউনিয়নের যোগ্য সুবিধাভোগীরা এই কর্মসুচির আওতাভুক্ত হবেন। তালিকা প্রণয়নে ইতোমধ্যে অনলাইনে কার্যক্রম শুরু হয়েছে। বয়স্কভাতার ক্ষেত্রে পুরুষের বয়স ৬৫ বছর এবং মহিলাদের ৬২ হলে ভাতার জন্য আবেদন করতে পারবেন। আর বিধবা বা স্বামী নিগৃহীতাদের বেলায় ১৮ বছরের উপরে হতে হবে।

আগামী ৩১ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে ভাতা প্রত্যাশীদের। যথাযথ প্রক্রিয়া শেষে আগামী ৩১ অক্টোবরের মধ্যে নগদ হিসাব নম্বরের মাধ্যমে ভাতার প্রথম কিস্তির টাকা দেওয়া হবে।

এই কার্যক্রম বাস্তবায়নে মাঠ পর্যায়ে শুরু হয়েছে নানা কর্মসুচি। চালানো হচ্ছে মাইকিং এবং অনলাইনেও চলছে প্রচার প্রচারণা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, 'জনপ্রতিনিধিদের বলা হয়েছে প্রতিটি ঘরে ঘরে এ তথ্য পৌঁছে দিতে। যাতে একটি লোকও আবেদন করা থেকে বাদ না যায়। প্রধানমন্ত্রীর এই বিশেষ উদ্যোগের সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।'

জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী মির্জাগঞ্জ উপজেলাকে শতভাগ বয়স্ক এবং বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, সরকারের এ মহতি উদ্যোগকে বাস্তবায়ন করতে কোনও কুচক্রীমহল ফায়দা নিয়ে যাতে প্রশ্নবিদ্ধ করতে না পারে সে জন্য প্রতিটি ইউনিয়নে ব্যপক প্রচারের ব্যবস্থা করা হয়েছে। আওয়ামী লীগ সরকার জনগণের সরকার, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এআরএস/সিবি/এডিবি/