ন্যাভিগেশন মেনু

মির্জাগঞ্জে মাদরাসাছাত্র নিখোঁজের ৭ দিনেও সন্ধান মেলেনি


পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের ৭ দিনেও খোঁজ মেলেনি আমান উল্লাহ (১৫) নামে এক মাদরাসাছাত্রের।

শনিবার (৭ জুলাই) ভোর ৪টার দিকে ফজরের নামাজের জন্য ওজু করতে গিয়ে সে মাদরাসায় ফিরে আসেনি।

নিখোঁজ আমান উল্লাহ উপজেলার মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামের দেলোয়ার হোসেন চৌকিদারের ছেলে। সে পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার পাশশিবপুর সাতঘর হাফিজিয়া মাদরাসার ছাত্র।

আমানের বাবা দেলোয়ার হোসেন বলেন, তিনি এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন। তার তিন ছেলে ও এক মেয়ে। আমান উল্লাহ বড় ছেলে। সে বাকেরগঞ্জ উপজেলার পাশশিবপুর সাতঘর হাফিজিয়া মাদরাসায় কুরআন শিক্ষায় অধ্যায়নরত ছিল। সে কুরআন শরীফ থেকে ১৮ পাড়া হিফজ ও করেছে। গত শনিবার (৭ জুলাই) ভোর চারটার দিকে ফজরের নামাজের জন্য ওজু করতে গিয়ে সে মাদরাসায় ফিরে আসেনি। মাদরাসা কর্তৃপক্ষ মোবাইল ফোনে বিষয়টি আমাকে জানান। অনেক খোঁজাখুঁজির পরও আমান উল্লার এখন পর্যন্ত কোনো হদিস মেলেনি।

তিনি আরও বলেন, 'লোকমুখে শোনা যাচ্ছে তাকে বরিশাল শহরে অনেকে দেখেছে। আমরা বরিশাল শহরে খুঁজতে এসেছি। আজকে সন্ধান পাওয়া না গেলে আগামীকাল মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করবো।'

মাদরাসার পরিচালক মো. আশরাফ আলী বলেন, 'সে ওইদিন ফজরের সময় ওযু করতে গিয়ে আর ফিরে আসেনি। তার ব্যাপারে আমরাও বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি কিন্তু পাইনি। এর আগেও সে দুই তিনবার মাদরাসা থেকে না বলে বাড়িতে চলে গিয়েছিল। পরে তার বাবা আবার বুঝিয়ে মাদরাসায় দিয়ে গেছে।'

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ জানান, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে কেউ যোগাযোগ করলে বিষয়টি অনুসন্ধান করে দেখবো।

আরএস/সিবি/এডিবি/