ন্যাভিগেশন মেনু

মির্জাগঞ্জে লকডাউনের প্রথমদিন থেকেই কঠোর প্রশাসন


পটুয়াখালীর মির্জাগঞ্জে কঠোর লকডাউনের প্রথমদিন থেকেই প্রশাসনের কঠোর তৎপরতা লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে অল্পবিস্তর লোকজন, অটোবাইক, মোটরসাইকেল চলাচল করতে দেখা গেলেও ৯টার পর থেকে প্রশাসনের কঠোর অবস্থানে তা বন্ধ হয়ে যায়।

কঠোর লকডাউন সফল করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তানিয়া ফেরদৌস এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান উজ্জামান পৃথকভাবে ভ্রাম্যমাণ আদাল পরিচালনা করেন। এ সময় সরকার নির্দেশিত বিধিনিষেধ অমান্য করায় ১৩ পথচারী ও যানবাহন চালককে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ'র নেতৃত্বে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট পরিচালনা করা হয়। তাছাড়াও সেনাবাহিনীর টহল লক্ষ্য করা গেছে।

উপজেলার ব্যস্ততম সড়কগুলো ছিল ফাঁকা। প্রয়োজনের বাইরে যারা বের হয়েছেন তাদের কঠোর জবাবদিহি করতে হয়েছে। মোটরসাইকেল, অটোবাইকসহ সকল ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। অসুস্থ রোগীদের নিয়ে আসা বা প্রয়োজনীয় কাজে বের হওয়ার জন্য দু'একটি অটোরিক্সা চলাচল করতে দেখা গেছে।

এমএআরএস/এমআইআর/এডিবি/