ন্যাভিগেশন মেনু

মির্জাগঞ্জে লকডাউন অমান্য করে বিয়ের অনুষ্ঠান করায় জরিমানা


পটুয়াখালীর মির্জাগঞ্জে কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজকদের (কনে পক্ষ) ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার মাধবখালী ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামে মোঃ শাহজাহান খান তার বাড়িতে মেয়ের বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করেন।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তানিয়া ফেরদৌস সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনুষ্ঠানটি বন্ধ করে দেন এবং আয়োজক কনে পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানউজ্জামান।

স্থানীয় সূত্রে জানা যায়, ছয় মাস আগে মাধবখালী ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামের মো. শাজাহান খানের মেয়ের সঙ্গে একই ইউনিয়নের বাজিতা গ্রামের মো. নাসির উদ্দিন বাচ্চুর ছেলের বিয়ে হয়। গত শুক্রবার দুপুরে বরপক্ষ অর্ধশতাধিক বরযাত্রী নিয়ে কনের বাড়ি লেবুবুনিয়া গ্রামে আসেন। পড়ে সেই খবর পেয়ে প্রশাসনের লোকজন এসে অনুষ্ঠানটি বন্ধ করে দেয় এবং জরিমানা করেন। 

ঘটনার সত্যতা স্বীকার করে ইউএনও বলেন, গত শুক্রবার সকাল ছয়টা থেকে কঠোর লকডাউন শুরু হয়েছে। লেবুবুনিয়া গ্রামে বিধিনিষেধ অমান্য করে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করায় অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয় এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়াও  শনিবার (২৪ জুলাই) দুপুর ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কঠোর বিধিনিষেধ অমান্য করায় নয়জনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এআরএস/এসএ/এডিবি/