ন্যাভিগেশন মেনু

মির্জাগঞ্জে ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের পদ শূণ্য


পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ১৪টি স্কুল, কলেজ ও মাদরাসায় প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও সুপারের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে শিক্ষা ব্যবস্থায় নাজুক পরিস্থিতি বিরাজ করছে। আশানুরূপ ফলাফল করতে পারছে না ওই প্রতিষ্ঠানগুলো।

তাছাড়া, প্রতিষ্ঠান প্রধান না থাকায় এগুলোতে চরম অব্যবস্থাপনা বিরাজ করছে।

এ ছাড়াও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি না থাকায় প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে প্রতিষ্ঠানগুলোতে দাপ্তরিক কাজসহ অ্যাসাইনমেন্ট কার্যক্রম ও পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে।

যে সকল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে সেগুলো হলো - সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বাজিতা মাধ্যমিক বিদ্যালয়, কাঠাঁলতলী মাধ্যমিক বিদ্যালয়, ঝাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয়, মির্জাগঞ্জ দরগাহ শরীফ মাধ্যমিক বিদ্যালয়, মনোহরখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় ও ভয়াং শরাফতিয়া মাধ্যমিক বিদ্যালয়। সুপার পদ শূন্য রয়েছে - চতরা ওলামা মঞ্জিল দাখিল মাদরাসা, দক্ষিণ গাবুয়া হাশেমিয়া দাখিল মাদরাসা ও লেমুয়া চন্দ্রকান্দা আলিম মাদরাসা। অধ্যক্ষের পদ শূন্য রয়েছে - সুবিদখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও কিসমতপুর দেলোয়ার হোসেন কলেজ।

উপজলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. সাইফুদ্দিন ওয়ালীদ জানান, 'করোনা পরিস্থিতি ও নিয়মিত কমিটি না থাকার কারনে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না।'

এআরএস/সিবি/এডিবি/