ন্যাভিগেশন মেনু

মির্জাগঞ্জ ১৭ স্কুল-কলেজ-মাদরাসায় প্রধানের পদ শূন্য


পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ১৭টি স্কুল-কলেজ-মাদরাসায় প্রধান শিক্ষক, সুপার ও অধ্যক্ষের পদ দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে।  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি না থাকায় প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না বলে জানায় কর্তৃপক্ষ। ফলে এ সকল প্রতিষ্ঠানে দাপ্তরিক কাজসহ পাঠদান ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষক না থাকায় প্রতিষ্ঠানগুলোতে অব্যবস্থাপনা বিরাজ করছে।

যে সকল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে সেগুলা হলো- সুবিদখালী সরকারী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বাজিতা মাধ্যমিক বিদ্যালয়, কাঠাঁলতলী মাধ্যমিক বিদ্যালয়, ঝাটিবুনিয়া ম’ই মাধ্যমিক বিদ্যালয়, শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয়, মির্জাগঞ্জ দরগাহ শরীফ মাধ্যমিক বিদ্যালয়, মনোহরখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় ও কালিকাপুর সালেহা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

যেসব মাদরাসায় সুপার পদ শূন্য রয়েছে সেগুলো হলো- সুবিদখালী দারুসসুন্নাত ফাজিল মাদরাসা, কপালভেড়া মহিলা আলিম মাদরাসা, দক্ষিণ গাবুয়া হাঃ সাঃ দাখিল মাদরাসা, উত্তর চৈতা আহম্মাদিয়া দাখিল মাদরাসা, কলাগাছিয়া আঃ এঃ দাখিল মাদরাসা ও আমড়াগাছিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা।

এছাড়াও অধ্যক্ষের পদ শূন্য রয়েছে-সুবিদখালী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ও কিসমতপুর দেলোয়ার হোসেন কলেজ।

এ ব্যাপারে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, এসকল প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি না থাকায় নিয়োগ দেয়া সম্ভব হয়নি। করোনা পরিস্থিতির কারনে দীর্ঘদিন কমিটি গঠন বন্ধ ছিল, কিন্তু এখন কমিটি গঠনের অনুমতি পেয়েছি। এসব প্রতিষ্ঠানে খুব শীঘ্রই কমিটি গঠন করে জনবল নিয়োগ দেয়া হবে।

এআরএস/সিবি/ওআ